দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাপ সমান নাও হতে পারে ব্যাখ্যা করা।

তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। অন্যদিকে তাপ হলো এক প্রকার শক্তি, যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও এদের তাপ ভিন্ন হতে পারে। কারণ বস্তুর তাপমাত্রা তাদের তাপের পরিমানের উপর নির্ভর করে না, নির্ভর করে বস্তুর তাপীয় অবস্থার উপর। ভিন্ন পরিমাণের দুটি একই জাতীয় পদার্থের তাপমাত্রা এক হলে এদের আপভিন্ন হবে।

দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাপ সমান নাও হতে পারে ব্যাখ্যা করা।


Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post