প্রেম ভালবাসার কী সুধুই অনুভূতি নাকি আরো কিছু?

প্রেম কী, সুধুই অনুভূতি নাকি এরচেও একটু বেশি। প্রেমের সঙ্গা কি আরো কোনো ভাবে দেয়া সম্ভব?
আসুন নতুন কিছু জানি আমাদের প্রেম সম্পর্কে। 

প্রেম-ভালোবাসা নিয়ে প্রতিদিনই লেখা হচ্ছে গল্প-উপন্যাস। নানা বর্ণনা দিচ্ছেন।


কবি-সাহিত্যিকরা। তবে জীববিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখ্যা করতে গেলে দেহে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসরণের নিরস বর্ণনা চলে আসে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় টমাস জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক রিজিনাল্ড হো বলেন, পছন্দের কাউকে দেখলেই মানুষের হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে যায়। দেহে প্রতিক্রিয়ার শুরুতেই মস্তিষ্ক অ্যাড্রেনাল গ্রান্ডে সংকেত পাঠায়। এই গ্রন্থি থেকে নিঃসরণ হয় অ্যাড্রেনেলিন, ইপিনেফ্রাইন ও নোরেপাইনাইন হরমোন। এগুলোই রক্তে প্রবাহিত হয়ে হৃৎপিণ্ডকে আরও সচল ও শক্তিশালী করে। তবে যারা হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রিয় মানুষ বিপদ ডেকে আনতে পারে। কারণ উত্তেজনার সময় হৃৎপিণ্ডে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে গিয়ে রক্ত চলাচল বেড়ে যায় ।
Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post