দুনিয়াবী গুনাহের কারণে যে ২৬ ক্ষতি আমাদের হয়ে থাকে

আমরা নিত্যদিন কত গুনাহের কাজ করে থাকি তার কোন ইয়াত্বা নেই। ঘরে-বাইরে প্রতিদিন অপ্রয়োজনে, কত মিথ্যা কথা বলি তারও কোনো হিসেব নেই। মানুষ কে ঠকানোর ষেষ্টা করি, সামান্য একটু লাভের জন্য মারামারির মতো যঘন্য কাজও করে থাকি। মহান আল্লাহ তায়ালা যে সকল খারাপ কাজ আমাদের করতে বারন করছেন সেই সকল কাজই আমরা বেশি করে থাকি।

আজ আমরা যানবো এই গুনাহের ফলে আমরা দুনিয়াবী কী কী ক্ষতির সম্মুখীন হচ্ছি তার সম্পর্কে।

লিখেছেনঃ মঈনুল হোসেন (নাবিল)

দুনিয়াবী গুনাহের কারণে যে ২৬ ক্ষতি আমাদের হয়ে থাকে


গুনাহের কারণে দুনিয়াবী ক্ষতিসমূহ

১. ইলম ও প্রজ্ঞা হতে মাহরূমী হয়।

২.রুজীতে বরকত নষ্ট হয়।

৩. অন্তর গাফেল হয়ে যায়। তাই আল্লাহর স্মরণে মন বসে না।

৪. তবীয়ত নষ্ট হয়ে যায়। তাই নেক লোকের সংসর্গ ভাল লাগেনা।

৫. বিভিন্ন কাজে বাধা-বিঘ্ন আসে এবং সংকট সমস্যা দেখা দেয়।

৬. মন অপরিষ্কার হয়ে যায়।

৭. হৃদয়ের সাহস কমে যায়। যার ফলে দৈহিক দুর্বলতাও ঘটে।

৮. অনেক নিয়মিত ইবাদত ছুটে যায়।

৯. হায়াত কমে যায়।

১০. তাওবা করার তাওফীক হয় না।

১১. গুনাহ করতে করতে কিছুদিনের মধ্যেই গুনাহের কাজকে আর খারাপও মনে হয় না। ফলে বিভিন্ন ক্ষেত্রে পাপ করে ধরা পড়ে অপমানিত হতে হয়।

১২. একজনের গুনাহর ফলে অন্যরা ক্ষতিগ্রস্ত হয়। এমনকি জীব-জন্তু পর্যন্ত এ জন্য কষ্ট পায়। যার ফলে তাদের অভিশাপ আসে।

১৩. দেশে ফসলাদির উৎপাদন কমে যায়।

১৪. জ্ঞান-বুদ্ধি লোপ পায়।

১৫. মহান আল্লাহর তরফ থেকে লা'নত আসে। ফলে আল্লাহর রহমত তার থেকে দূরে চলে যায়।

১৬. হযরত রাসূলুল্লাহ (সা .)-এর তরফ থেকে অভিশাপ আসে।

১৭. ফেরেশতাদের দুআ হতে বঞ্চিত হয়।

১৮. লজ্জা ও মর্যাদাবোধ কমে যায়।

১৯. আল্লাহর মহত্ত্বের খেয়াল মন থেকে উঠে যায়।

২০. আল্লাহর নিয়ামত হ্রাস পেতে থাকে।

২১. বালা-মুসীবত ব্যাপকভাবে জড়িয়ে ধরে এবং তার জীবন থেকে শান্তি দূরিভুত হয়ে যায়।

২২. শয়তান প্রভাব বিস্তার করে।

২৪. মনে অশান্তি বাসা বাঁধে।

২৫. মৃত্যুর সময় মুখ হতে কালিমা উচ্চারিত হয় না।

২৬. আল্লাহর রহমত হতে নৈরাশা দেখা দেয়। আর এর ফলে পরিশেষে বিনা তাওবায় তার মৃত্যু ঘটে। 

Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post