Ki chumma dilo lal thote (কী চুম্মা দিলো লাল ঠোটে) Song Lyrics - Sital Gupta



স্বপ্নে দেখেছি তাকে , আমাকে কাছেতে ডাকে, আমাকে ভালোবাসে সে, এসেছে মজনু সেজে, কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা।
কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা।
হাসিতে খুসিতে ভরবেকি এজিবন
হাসিতে খুসিতে ভরবেকি এজিবন
প্রতিদিনই প্রতিখনে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই।
ওওও... কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা?
হাসিতে খুসিতে ভরবেকি এজিবন,
হাসিতে খুসিতে ভরবেকি এজিবন
প্রতিদিনই প্রতিখনে তোমাকে যে চাই, তোমাকে চাই, তোমাকে চাই।
কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা,
কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা?

খামোখা, চোখেতে দিয়ে ফোটা, দেখেছি আমাকে সুদু একা, লজ্জা লাগে তবুও দেখি,  আমার দিকেই তাকিয়ে থাকি, কী মুসকিলে পড়লাম যে, 
কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা।
হাসিতে খুসিতে ভরবেকি এজিবন
হাসিতে খুসিতে ভরবেকি এজিবন
প্রতিদিনই প্রতিখনে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই।
কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা,
কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা।

মন বলে চাই পালাই তোমায় নিয়া
কী করি কবেযে করবো বিয়া 
সারাদিন রাত ভাবনা চিন্তায় , আমি এখন মরি যে, গলায় দরি দেবো 
যে চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা,
হাসিতে খুসিতে ভরবেকি এজিবন,
হাসিতে খুসিতে ভরবেকি এজিবন
প্রতিদিনই প্রতিখনে তোমাকে যে চাই, তোমাকে চাই, তোমাকে চাই।
ভালবাসার দিলো কি চুম্মা,
স্বপ্নে দেখেছি তাকে , আমাকে কাছেতে ডাকে, আমাকে ভালোবাসে সে, এসেছে লাইলি সেজে, কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা।
ভালবাসার দিলো কি চুম্মা,
হাসিতে খুসিতে ভরবেকি এজিবন,
হাসিতে খুসিতে ভরবেকি এজিবন
প্রতিদিনই প্রতিখনে তোমাকে যে চাই, তোমাকে চাই, তোমাকে চাই।
ওওও... কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা?
কী চুম্মাদিলো লাল ঠোঁটে? ভালবাসার দিলো কি চুম্মা?
Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post