হযরত উমর ফারুক (রাঃ) থেকে যে সকল কাজের সূচনা হয়েছে

আসসালামু আলাইকুম, পাঠক।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো "হযরত উমর ফারুক (রাঃ) যে সকল কাজ তিনি নিজে সুরু করেছেন" মুসলমানদের কল্যাণের জন্য।


হযরত উমর ফারুক (রাঃ) থেকে যে সকল কাজের সূচনা হয়েছে

১ .হযরত উমর ফারুক (রাঃ) নামাযের মধ্যে সর্বপ্রথম উচ্চস্বরে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়েছেন।

২. হযরত উমর ফারুক (রাঃ) কে সর্বপ্রথম আমীরুল মুমিনীন উপাধি দেয়া হয়েছে।

৩. ইসলামের প্রাথমিক যুগে সর্বপ্রথম প্রকাশ্যে আল্লাহর ইবাদাতের ঘোষণা দিয়েছেন।

৪. সর্বপ্রথম মদ্যপানের শাস্তির হুকুম কার্যকরী করেছেন।

৫. সর্বপ্রথম হিজরী সাল গণনার প্রবর্তন করেছেন।

৬. সর্বপ্রথম ঘোড়ার যাকাত উসুল করেছেন।

৭.সর্বপ্রথম সদকার টাকা ইসলামের কাজে ব্যয় করতে নিষেধ করেছেন।

৮. সর্বপ্রথম উশর (উৎপন্ন ফসলেল দশমাংশ) তুলেছেন।

৯.ইসলামের সর্বপ্রথম কাজী ছিলেন। 

১০. সর্বপ্রথম বাইতুল মাল হতে কাজীদেরকে।

১১. ইসলামে সর্বপ্রথম কাজী নিয়োগ করেন।
$ads={1}
১২. সর্বপ্রথম মসজিদে ফরশ বিছানোর ব্যবস্থা করেন ।

১৩. ইসলামে সর্বপ্রথম নগর বসতি গড়ে তুলেন।

১৪. সর্বপ্রথম বিভিন্ন শহরের কাজী মনোনীত করেন।

১৫. জনসাধারণের খোঁজ-খবর নেয়ার উদ্দেশ্যে রাতের অন্ধকারে ভ্রমণকারী সর্বপ্রথম শাসক।

১৬. সর্বপ্রথম বেত্রাঘাতের শাস্তি প্রয়োগ করেন।

১৭. সর্বপ্রথম সরকারী দফতর কায়িম করেন।

১৮. সর্বপ্রথম ভূমি জরিপ করান।

১৯. সর্বপ্রথম লোকদেরকে জানাযার নামাযে চার তাকবীরের ওপর ঐক্যবদ্ধ করেন।
Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post