যে কোনো পাবলিক পরিক্ষায় শেষ মুহূর্তের দরকারি পরামর্শ

যে কোনো পাবলিক পরিক্ষায় শেষ মুহূর্তের দরকারি পরামর্শ।

পরিক্ষায় ভালো ফলাফল আমরা সবাই আশাকরি, ভালো ফলাফলের মাধ্যমে আমরা আমাদের লাইফ-কে সুন্দর এবং বেটার করে তুলতে পারি।আজ আমরা PEC/JSC/HSC এবং SSC পরিক্ষার্তিদের জন্য ভালো ফলাফল করার জন্য শেষ মুহূর্তের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো।


প্রথম পৃষ্ঠার তথ্য পূরণঃ পরীক্ষার খাতা হাতে পাওয়ার পর প্রথম পৃষ্ঠায় নাম, রোল নম্বর, বিষয়, পত্র কোড, রেজিস্ট্রেশন নম্বর, কেন্দ্রের নাম ঠিকমতো লিখবে এবং বৃত্ত ভরাট করবে। মনে রাখবে এসব তথ্য ভুল হলে তোমার রেজাল্ট স্থগিত হয়ে যাবে। কোনো ভুলত্রুটি হলে সাথে সাথে হল পরিদর্শককে জানাবে।

খাতায় মার্জিন টানাঃ প্রশ্নপত্র হাতে পাওয়ার আগেই খাতার প্রতিটি পৃষ্ঠার বাম দিকে এক ইঞ্চি জায়গা বাদ দিয়ে মার্জিন টানবে। উত্তর লেখার সময় হাতের লেখা সুন্দর ও স্পষ্ট হওয়া বাঞ্ছনীয়। শব্দের সাথে শব্দ, লাইনে লাইনে ফাঁক রেখে পরিচ্ছন্ন করে প্রশ্নের উত্তর লিখবে। অযথা কাটাকাটি বা ওভাররাইটিং করবে : প্রশ্নের উত্তরে কোনো লাইন বা অনুচ্ছেদ বা শব্দ একটানে কেটে দিয়ে ওপরে বা ডান পাশে সঠিক শব্দ লিখবে।

প্রশ্নের নম্বর লেখাঃ
উত্তর লেখার শুরুতে প্রশ্নের নম্বর নির্ভুলভাবে লিখবে। একই প্রশ্নের নানা অংশ থাকতে পারে, যেমন (ক) (খ), (গ), (ঘ) অংশ। আপনিও সেভাবে ১ নম্বর প্রশ্নের উত্তর (ক) অথবা (খ) অথবা (গ) অথবা (ঘ) লিখে উত্তর করবে।

পয়েন্ট ও আন্ডারলাইন করে উত্তর লেখাঃ

অনেক প্রশ্নের উত্তর থাকে পয়েন্টভিত্তিক। এ ধরনের প্রশ্নের উত্তর পয়েন্ট ও আন্ডারলাইন করে লিখবে। এতে পরীক্ষকের বেশি নম্বর দেয়ার মানসিকতা তৈরি হয়।

প্রশ্নের প্রাসঙ্গিক ও যথাযথ উত্তর লিখবেঃ পরীক্ষায় রচনামূলক ও সংক্ষিপ্ত যে ধরনের প্রশ্নের উত্তর লিখ না কেন তা প্রাসঙ্গিক ও যথাযথ হতে হবে। উত্তর লেখার শুরুতে সংক্ষেপে জানিয়ে দেবে কী লিখতে যাচ্ছে। মাঝখানে প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে লিখবে। শেষে উপসংহারে জানিয়ে দেবে মন্তব্য বা কী লিখলে ।

সঠিক বানানে উত্তর লেখাঃ
প্রশ্নের উত্তর লেখার সময় সঠিক বানানে লিখবে। ভুল বানান লিখলে নম্বর তো কাটা যায়ই, সেই সাথে পরীক্ষক নিজেও বিরক্ত হন। সংজ্ঞা ও উদ্ধৃতি হুবহু লিখবে; প্রশ্নের উত্তরে কোনো মনীষী বা লেখকের সংজ্ঞা ও উদ্ধৃতি লেখার সময় লেখক ও মনীষী যেভাবে বলেছেন, হুবহু সেভাবেই দাড়ি, কমা, সেমিকোলনসহ লিখবে। বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর করার সময় গদ্য, পদ্য বা উপন্যাসের নাম ও লেখকের নাম পরীক্ষায় আসলে তা নির্ভুলভাবে লিখবে। 

পরীক্ষার আগের রাতেঃ
পরীক্ষার জন্য যেসব জিনিস, প্রয়োজন তা আগের দিন রাতেই গুছিয়ে রাখবে। যেমন— বলপয়েন্ট, ফাউন্টেন পেনে কালি ভরা, কাঠ পেনসিল ধারালো করা, ইরেজার, স্কেল, সিগনেচার পেন (সবুজ বা কালো), প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ইত্যাদি যথাস্থানে গুছিয়ে রাখবে। পরীক্ষার আগের রাতে বেশি সময় জাগবে না। রাত ১১ টার পর খাওয়া সেরে ঘুমিয়ে পড়বে।

জানা প্রশ্নের উত্তর আগে লিখবেঃ
যেসব প্রশ্নের উত্তর ভালো জানা আছে সেগুলো আগে লিখবে। মনে রাখবে কম জানান প্রশ্নের উত্তর পরে লিখবে।

প্রশ্নের ধারাবাহিকতাঃ পরীক্ষার খাতায় প্রশ্নোত্তরের ধারাবাহিকতা রক্ষা করবে। যেমন- ৪ নম্বর প্রশ্ন দিয়ে ২ নম্বর কিংবা ৭ নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ৩ নম্বর প্রশ্নের উত্তর লিখবে না। কেননা এভাবে উল্টাপাল্টা উত্তর লিখলে প্রশ্নের ধারাবাহিকতা নষ্ট হয়। এতে পরীক্ষক বিরক্ত হন।

বিজ্ঞানের প্রশ্নের উত্তরে চিত্র দেবেঃ
প্রশ্নে চাওয়া না হলেও যখনই পারবে তখন চিত্র ও ছক দিয়ে উত্তরের মান বাড়াবে। তাতে বেশি নম্বর পাবে। বিজ্ঞান প্রশ্নের উত্তরে যদি চিত্র থাকে তবে অবশ্যই চিত্র দেবে ।

খাতা রিভিশন দেয়াঃ ৫-১০ মিনিট সময় হাতে রেখে প্রশ্নের উত্তর লেখা শেষ করবে। যাতে পুরো খাতাটি রিভিশন দিতে পারেন।

অভিভাবকদের জন্য পরামর্শ 
  • সন্তানদের প্রতি বিশেষভাবে যত্নশীল হোন।
  • পরীক্ষার্থীরা যেন পরীক্ষাকে ভয় না পায় এবং মানসিকভাবে প্রস্তুত থাকে সে বিষয়ে সাহস যোগান।
  • পরীক্ষার্থীদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।

স্টাডি টিপস
  • বারবার রিভিশন দাও এবং অনুশীলন করো।
  • ঘড়ির সময় ধরে প্রশ্নের উত্তর দিবে।
  • উত্তরের ভাষা হবে সহজ-সরল ও প্রাঞ্জল।
  • শতভাগ উত্তর করার চেষ্টা করো।
  • গণিতের চিহ্নগুলোর দিকে ঠিকমতো খেয়াল রাখো।
  • সহজ প্রশ্নগুলোর উত্তর আগে লেখার চেষ্টা করো।
  • প্রশ্ন বুঝে উত্তর দাও। উত্তরের ধারাবাহিকতা রাখো ।
  • উত্তর হবে সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক।
  • খাতায় সমস্যা হলে তৎক্ষণাৎ কক্ষপরিদর্শকের সহযোগিতা নাও।
স্বাস্থ্য সচেতনতা
  • শরীরের শক্তি সঞ্চারের জন্য নিয়মিত দুধ, ডিম ও শাকসবজি খাও।
  • পরিষ্কার-পরিচ্ছন্ন থাকো।
  • শীঘ্র ঘুমাও এবং খুব ভোরে জেগে ওঠো। 
  • সকল মানসিক চাপ এড়িয়ে চলো।
Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post