বাষ্পায়নে শীতলতার উদ্ভব হয় কেন ? ব্যাখ্যা কর।

বাম্পায়ন হলো যেকোনো তাপমাত্রায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার জন্য তরল পদার্থটি যে বস্তুর উপর আছে তা থেকে প্রয়োজনীয় সুপ্ততাপ গ্রহণ করে। ফলে ঐ পদার্থটির তাপমাত্রা কমে ঠান্ডা হয়। এজন্য বাম্পায়নে শীতলতার উদ্ভব হয়।

বাষ্পায়নে শীতলতার উদ্ভব হয় কেন ? ব্যাখ্যা কর।

Tag: বাষ্পায়নে শীতলতার উদ্ভব হয় কেন ? ব্যাখ্যা কর।
Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post